২৭ অক্টোবর, ২০১৬ ২২:১১

কর্মসূচি স্থগিত করলেন জনপ্রতিনিধিরা

অনলাইন ডেস্ক

কর্মসূচি স্থগিত করলেন জনপ্রতিনিধিরা

বিদ্যুৎ লাইন মেরামত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত বৈঠক শেষে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

বৈঠকে ৩১ ডিসেম্বরের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাইন মেরামতের আশ্বাস দেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন। এ কারণে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেন জনপ্রতিনিধিরা।

বৈঠকে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ মুশন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ ও শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা।

এছাড়া বক্তব্য রাখেন- পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন, সাংবাদিক আব্দুল আহাদ, সাবেক সভাপতি দক্ষিণ সুরমা অঞ্চলের পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিটু, জকিগঞ্জ অঞ্চলের পরিচালক আক্তার হোসেন রাজু, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর