২৮ অক্টোবর, ২০১৬ ১৪:৪৫

নাব্য সংকটের কোন স্থায়ী সমাধান নেই: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

নাব্য সংকটের কোন স্থায়ী সমাধান নেই: শাজাহান খান

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে নাব্য সংকটের কোন স্থায়ী সমাধান নেই বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আচমত আলী খান ফাউন্ডেশন ও তায়েবা মেডিকেল সেন্টারের উদ্যোগে ঠোঁট কাটা, তালুকাটা রোগীদের আন্তর্জাতিক মানের অপারেশনের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধন  শেষে  নৌ মন্ত্রী একথা বলেন।

আজ সকাল ১১টায় মাদারীপুর শকুনী লেকের পশ্চিম পাড়ে বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা রোগীদের চিকিৎসা শিবির অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, নদী থাকলে সেখানে ভরাট হবে, সেটা সংস্কার করতে হবে এবং সেই সংস্কারগুলো প্রতিনিয়তই করতে হয়। ড্রেজিং করলে কাওড়াকান্দি নৌরুটের দূরত্ব ৬ কিলোমিটার কমবে। ফেরি পারাপারে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান, চীনের রাষ্ট্রদূত মা মিং কুইং, মাদারীপুর জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাস, মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস প্রমুখ। নৌ মন্ত্রী এসময় বলেন, খুব শিগ্রই কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর