২৮ অক্টোবর, ২০১৬ ২০:১৭

বগুড়ায় নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শনপঁচা প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুল হালিমের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় যমুনা নদীর দেবডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

তিনি কর্ণিবাড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে । 

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুরে হালিম তার দুই ছেলে সেতু ও সাফিনকে সঙ্গে নিয়ে কুতুবপুর ইউনিয়নের দেবডাঙা এলাকায় যমুনা নদীতে ডোরা জাল দিয়ে মাছ ধরতে যান। দুই ছেলেকে তীরে রেখে তিনি ডুবে ডুবে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরী দল রাতভর উদ্ধারের চেষ্টা চালান। শুক্রবার বেলা ১১টায় জালে পেঁচানো অবস্থায় হালিমের মৃতদেহ উদ্ধার করে ডুবরী দল। 

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক আবদুল মোত্তালেব লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।   

 

বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর