২ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৯

‘এই দেশটা পুলিশী দেশ হয়ে গেছে’

ময়মনসিংহ প্রতিনিধি:

‘এই দেশটা পুলিশী দেশ হয়ে গেছে’

ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এই দেশটা পুলিশী দেশ হয়ে গেছে। রাজনীতি নাই, বিরোধী দল নাই। আওয়ামী লীগ সরকারের মারা যাবার জন্য বেশি দিন লাগবেনা। এই পুলিশের বাড়িতেই তারা মারা যাবে।’

ফুলবাড়ীয়া কলেজে শিক্ষকসহ ২ জন নিহতের ঘটনার পর শুক্রবার দপুরে ফুলবাড়িয়া কলেজ মাঠে শিক্ষক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন । এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর উত্তমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘স্বাধীন দেশে একটা ছাগলের গায়ে আঘাত করলে তার বিচার হওয়া উচিত। আর পুলিশ কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষকদের নির্মমভাবে মেরে আহত করল। একজন শিক্ষক মারাও গেলেন। গলায় গামছা লাগিয়ে জনসম্মুখে এই হত্যার বিচার হওয়া উচিত।’
 
তিনি বলেন, ‘পুলিশ ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের পেটাল, আমি যদি এ কলেজের ছাত্র হতাম তাহলে রানে রানে টান দিয়া কমপক্ষে ৩টি পুলিশ মেরে ফেলতাম। আমি আজ মারামারি করার জন্য আসিনি। ফুলবাড়ীয়ার এমপি মুক্তিযুদ্ধ করে নাই। এখানেই ছিল, আমি তাকে ধরার জন্য দশবার লোক পাঠাইছি।’

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের সাথে ফুলবাড়িয়া কলেজের রক্তের সম্পর্ক রয়েছে, ঐতিহ্যবাহী এই কলেজকে সরকারী করণের দাবি যৌক্তিক। আমি এ দাবীর সাথে সমর্থন জানাতেই এখানে এসেছি।

বর্তমান প্রধানমন্ত্রীকে বোন উল্লেখ করে বঙ্গবীর বলেন, আপনাকে মারার জন্যই তেলের পাইপ খুলে রেখেছিল প্লেনে। আপনি যাদেরকে নিয়ে নাচেন, তাদের নিয়ে আর নাইচেন না। যারা আপনার বাবাকে মেরেছে তারা আপনাকে ছাড়বেনা। সাবধান হোন। মানুষের মন জয় করেন। 

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে গত রোববার (২৭নভেম্বর) পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে কলেজ শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন।


বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর