২ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩১

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন, ২৬ পর্যটক উদ্ধার

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন, ২৬ পর্যটক উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বন অফিসের সামনে একটি পর্যটকবাহী লঞ্চে আগুন লেগেছে। আজ রাত পৌনে ৭ টার দিকে পেলিকেন-১ নামে ওই লঞ্চে আগুন লাগে। লঞ্চটিতে থাকা দেশী-বিদেশী পর্যটকসহ ২৬ যাত্রীকে উদ্ধার করেছে সুন্দরবন বিভাগ। লঞ্চে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মংলা কোষ্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কতৃপর্ক্ষের ফায়ার ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজে রওনা হয়েছে। তবে তাৎক্ষাণিক ভাবে লঞ্চটিতে পর্যটক এবং ক্রদের সঠিক সংখ্যা ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে ভ্রমনরত পর্যটক বোঝাই ট্যুরিষ্ট লঞ্চ পেলিকন-১ হারবাড়িয়া এলাকায় অবস্থান করছিল। আজ রাত পৌনে ৭ টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে পর্যটকরা চিৎকার শুরু করে।তাদের চিৎকারে হারবাড়িয়া বন বিভাগ ঘটনাস্থলে ছুটে আসে। বন বিভাগের কাছে আগুন নেভানোর মতো কোন সরঞ্জাম না থাকায়, তারা  নৌকায় করে পর্যটকসহ লঞ্চের ক্রদের উদ্ধার করতে থাকে। সুন্দরবন বিভাগ ২৬ জন পর্যটককে উদ্ধার করে হারবাড়িয়া বন বিভাগের ক্যাম্পে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই সময়ের মধ্যে পুরো লঞ্চটিতে আগুন ছড়িয়ে পড়ে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর