২ ডিসেম্বর, ২০১৬ ২০:১৭

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আফজাল, টঙ্গী:

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

কহর দরিয়া খ্যাত সোনাবানের শহর টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা। শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের ‘কারগুজারি’ বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার চল্লিশ দিন আগে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। আগামী ৬ ডিসেম্বর মধ্যাহ্নের পূর্বে যে কোন এক সময় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। 

এদিকে আজ দুপুরে টঙ্গী ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. যোবায়ের।

জুমার নামাজে তিন চিল্লাধারী মুসল্লিসহ ঢাকার উত্তরা, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজে শরিক হন। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিরা জানান, বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য মূল ইজতেমার ৪০ দিন আগে টঙ্গীতে ৫ দিনের এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। প্রতিবারের ন্যায় এবারও দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। 

ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমার প্রাক-প্রস্তুতিমূলক এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় দুই লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ঈমান, আমল, কালেমা-নামাজ, জান্নাত-জাহান্নাম ও তাবলীগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের মুরুব্বিরা ছয় উসুলের মৌলিক বিষয়াদির ওপর বিস্তারিত বয়ান রাখবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লিরা এ জোড় ইজতেমায় অংশ নেন এবং জোড় ইজতেমা শেষে তারা তাবলীগী কাজে বিভিন্ন অঞ্চলে দ্বীনের দাওয়াতী কাজে ছড়িয়ে পড়বেন। 

ইতিমধ্যে র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। 

বিনামূল্যে ঔষধ বিতরণ : 
জোড় ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে ঔষধ বিতরণ করছে রোটারেক্ট ক্লাব অব টঙ্গী। ময়দানের উত্তরপাশে স্থাপিত রোটারেক্ট ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি আজ দুপুরে উদ্বোধন করা হয়। রোটারেক্ট ক্লাব অব টঙ্গীর সভাপতি ও টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের এমপি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মো. আসাদুর রহমান কিরন, টঙ্গী সরকারি হাসপাতালের আরএমও ডা: পারভেজ হোসেন, ডা: মাসুদ, রোটারেক্ট ক্লাব অব টঙ্গীর আর.সি.সি রোটারিয়ান রাশেদ উদ্দিন আহম্মেদ মামুন, ডা: নয়ন পাটোওয়ারী, যুবলীগ নেতা মো. শাহ আলম ছাত্রলীগ নেতা রেজাউল করিম, রোটারেক্ট মো. রোমান শেখ, মো. কালিমুল্লাহ ইকবাল, লোকমান হোসেন ও খায়রুল আলম প্রমুখ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ :
ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আজ সকালে ময়দান সংলগ্ন টঙ্গী থানা প্রেসক্লাব রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে টঙ্গী থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীরা অংশ নেন। এসময় রাস্তার উভয়পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় একশ’ ঝুটের গোডাউন গুড়িয়ে দেওয়া হয়।

ময়দানের আশেপাশে দোকান: 
ইজতেমা ময়দানের চারপাশে হরেক মালের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এদিকে বাটাগেট, টঙ্গী-কামারপাড়া রোড, কামারপাড়াসহ যত্রতত্র দোকানপাট বসানোর ফলে ইজতেমায় আগত মুসল্লিদের ময়দানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে।   


বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর