৩ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৯

ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালিত হচ্ছে। শনিবার সকালে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা ইউনিট, উদীচী শিল্পী গোষ্ঠি ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংঠন দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

উদীচী শিল্পী গোষ্ঠী সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ চত্বরে পাক হানাদার মুক্ত দিবসটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক পৌর মেয়র আকবর হোসেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদিচির সভাপতি সেতারা বেগম প্রমুখ।

পরে সেখান থেকে বের হয় মুক্তি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। 

বিকেলে শহীদ মিনারে মুক্ত নাটক ও কবিতা আবৃত্তি, সন্ধ্যায় উদীচী জেলা সংসদ গণঙ্গীত পরিবেশন করবেন শহীদ মিনার চত্বরে। সন্ধ্যায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর