৩ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৯

রায়পুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিমিটেডের উদ্যোগে এবং ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ মডেল স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩২টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ এবং ৫ম শ্রেণীর ৪২৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেন।  

পরীক্ষা চলাকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় এবং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শহিদউল্ল্যাহ্ বিএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। 

হায়দরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া স্কুলের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী ১৬ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

 

বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর