৪ ডিসেম্বর, ২০১৬ ১৮:০২

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বগুড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বগুড়ায় মানববন্ধন

যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে প্রথমে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আহ্বায়ক গোলাম মাহবুব বিদ্যুৎ, সদস্য সচিব সবুজ সওদাগর, সুমনুজ্জামান সুমন, দেলোয়ার হোসেন, গৌরাঙ্গ সরকার, উৎপল কুমার, সামিয়াল সাব্বির, গোলাম রাব্বী, নাজমুল হোসেন প্রমূখ।

বক্তারা অবিলম্বে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর