৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৫৮

কালিহাতীতে চারশ' শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

কালিহাতীতে চারশ' শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু

"আমার বিদ্যালয় আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার" টাঙ্গাইলের কালিহাতীতে এক ব্যতিক্রমী কর্মসূচি দ্বিতীয় বারের মতো গ্রহণ করা হয়েছে। আজ সকালে কালিহাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। উপজেলার মোট ৪শ’ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে প্রায় ৯২ হাজার শিক্ষার্থী, ২৩ হাজার ৩৩ জন শিক্ষক ছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রায় লক্ষাধিক লোক এ কাজে অংশ নেন।

শেষে শিক্ষার্থীদের নৈতিকার ওপর বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন।

 

 

বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর