৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৩

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের বিরুদ্ধে ব্যবসায়ীদের স্বারকলিপি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের বিরুদ্ধে ব্যবসায়ীদের স্বারকলিপি

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের কাছে নানা দাবি নিয়ে স্বারকলিপি দিয়েছে ব্যবসায়ীরা। লক্ষ্মীপুর বণিক সমিতির পক্ষ থেকে সোমবার দুপুর ১২টার দিকে এ স্বারকলিপি দেয়া হয়। এসময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা জেলা শহরের সকল দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার নামে মাত্রাতিরিক্ত অর্থদণ্ড করা, বাজারের দোকানের ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা, পাঁচ টাকা, দুই টাকা ও এক টাকার নোট ও কয়েন ব্যংকে না নেওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। তাই অবিলম্বে এসব সমস্যার সমাধান দাবি করেন ব্যবসায়ীরা। 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি  এ কে এম সালাহ উদ্দিন টিপু, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ, ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পি প্রমুখ।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে মোবাইল কোর্ট পরিচালনায় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর