৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৬

টেকনাফে ৮৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফে ৮৬ হাজার পিস  ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী এলাকা থেকে ৮৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা টেকনাফ হ্নীলা জাদীমুরা সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির সদস্যরা উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজনের আনাগোনা দেখে তাদের ধাওয়া করলে পাচারকারী দল প্যাকেটে মোড়ানো ইয়াবাগুলো ফেলে অন্ধকারের দিকে দৌঁড়ে পালিয়ে যায়।

বিজিবি জওয়ানরা উক্ত স্থানে তল­াশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে। পরে ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে ইয়াবাগুলো গণনা করে ৮৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে বলে উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর