৫ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৭

বগুড়ার কাহালুতে প্রতিপক্ষের ছুুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার কাহালুতে প্রতিপক্ষের ছুুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলার চাঁকদহ গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে আহত অবস্থায় দুপচাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাঁকদহ গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র মতিউর রহমানের সাথে প্রতিবেশীর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা মতিউরকে ছুরিকাঘাত করে। এতে মতিউর রহমান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার দুপচাঁচিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

বগুড়ার কাহালু থানার এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হত্যাকান্ডের সংবাদে এলাকা পরিদর্শন এবং তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় বেলাল আকন্দ নামের একজনকে রাতেই আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর