৫ ডিসেম্বর, ২০১৬ ২২:১১

বগুড়ায় সরিষা ফুলে মাঠে হলুদ বর্ণ

আব্দুর রহমান টুলু, বগুড়া:

বগুড়ায় সরিষা ফুলে মাঠে হলুদ বর্ণ

উত্তরের পদে পদে শীত জেকে বসতে শুরু করেছে। শীত যতটা বাড়ছে ততটা সরিষার আবাদ বাড়ছে। জেলার বেশির ভাগ এলাকায় সরিষা চাষিরা আগাম জাতের সরিষা চাষ শেষ করে ফলনের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে জেলার বেশ কিছু জমিতে সরিষার ফুল ফুটছে। কিছু কিছু এলাকায় সরিষা ফুলে মাঠ হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। সে ফুলের গন্ধ ছড়াতে শুরু হয়েছে। কৃষি অফিস বলছে চলতি মৌসুমে জেলায় সরিষা উৎপাদন হবে প্রায় ৩২ হাজার মেট্রিক টন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, আশা করা হচ্ছে এ বছর সরিষার ফলন ভাল হবে। সময় মতো চাষাবাদ, উচ্চফলনশীল জাত, আবাহওয়া অনুকূলে থাকা ও চাষীদের মাঝে জৈব সার ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বছর জেলায় ২৭ হাজার ৭৯৯ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে ফলন ধরা হয়েছে ৩২ হাজার ৮০৩  মেট্রিক টন।

বিডি প্রতিদিন/এ মজুমদার/21

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর