৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:৫৩

ফেনী মুক্ত দিবস পালিত

জমির বেগ্, ফেনী

ফেনী মুক্ত দিবস পালিত

সংগৃহীত

নানান আয়োজনের মধ্য দিয়ে ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে 'উড়াই বিজয় নিশান' শ্লোগানে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব উদ্বোধন করেন  মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার লে. কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, জেলা মুক্তযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানসহ সকল স্তরের শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

উৎসবে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান লে. কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্বা সংসদসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে ১ হাজার মিটার দীর্ঘ জাতীয় পতাকা হাতে নিয়ে একটি শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। 


 
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর