৭ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৭
মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রম বিষয়ে

নেত্রকোনায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

অনলাইন ডেস্ক


নেত্রকোনায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আরামবাগ পুরাতন হাসপাতাল হলরুমে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। 

ফিল্ড সার্ভিসেস ডেলিভারী ইউনিট, পরিবার পরিকল্পনা বিভাগ নেত্রকোনা জেলা এই কর্মশালার আয়োজন করেছে। এতে চিকিৎসক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীসহ সকল স্থরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম আযম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. এবিএম গোলাম ফারুক, ডা. আবুল কাইয়ুম প্রমুখ। 

জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান উদ্বোধনকালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ অনেক এগিয়ে গেলেও নেত্রকোনা জেলা এখনও এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। অনেক জায়গায় জনগণ জানেনই না কিভাবে স্বাস্থ্য সুরক্ষিত করতে হয়। বিশেষ করে গর্ভবতী মায়েরা। সেজন্য সকলকে আরও আন্তরিক হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান তিনি। 

 

বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর