৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:১০

গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বেলা ১১ টায় স্থানীয় পৌর পার্ক থেকে মুক্তিযোদ্ধা ও জনতার অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় গোপালগঞ্জ জেলার মুক্তিযাদ্ধারা ও তাদের স্বজনরা অংশ নেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু।


বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর