৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৩

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর:

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর উলামা পরিষদ। আজ সকাল ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা।

জেলা উলাম পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সহসভাপতি মাওলানা হাফেজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সদস্য হাফেজ ইয়ারুল ইসলাম, সাদেকুর রহমান,খাদেমুল ইসলাম, মখলেসুর রহমান, রফিকুল ইসলামসহ মেহেরপুরের বিভিন্ন কওমি মাদ্রাসার শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানা আজ নিশ্চুপ কেন! তারা কেন ঐক্যবদ্ধ হয়ে মুসলিম ভাইদের জন্য মিয়ানমারদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ছে না? সারা বিশ্বের মুসলমানদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, মুসলমানদের রক্তের কী কোনা মূল্য নেই?  মুসলমান মা বোনদের ইজ্জতের কী কোনো মূল্য নেই? আমাদের উচিত সকলে মিলে এক হয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর