৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৮

অর্থ আত্মসাতে নোয়াখালীতে বিআরডিবি কর্মকর্তা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

অর্থ আত্মসাতে নোয়াখালীতে বিআরডিবি কর্মকর্তা গ্রেফতার

৬৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালী চাটখিল উপজেলা বিআরডিবি'র কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেনকে গ্রেফতার করেছে নোয়াখালী দুদক। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারের পর নিরা  পত্তার স্বার্থে তাকে সুধারাম থানায় রাখা হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. তালেবুর রহমান জানান, গত ২০১৩ ও ২০১৫ সালে দু'ধাপে চাটখিল উপজেলা বিআরডিবি'র কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন ও তৎকালীন চাটখিল বিআরডিবি'র উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা আলিম উদ্দিন যৌথ স্বাক্ষরে সমিতির নামে ব্যাংকে রাখা  এফডিআর এর ৪৯লক্ষ টাকা মটগেজ দেখিয়ে লোন নেন। যা পরে সুদে-আসলে ৬৮লক্ষ টাকা হয় এবং ওই টাকা আত্মসাৎ করে। পরে চাটখিল বিআরডিবি‘র কর্মকর্তা এবিএম কামরুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত আহমেদ হোসেন, তৎকালীন বিআরডিবি কর্মকতা আলিম উদ্দিন ও চাটখিল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক কাজী জিয়াউল কবির সহ ৩জনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করেন। মামলা নং ৫ তাং ১৩-১০-২০১৬ইং। দীর্ঘদিন ঐ মামলা তদন্ত শেষে বুধবার রাতে চাটখিল থেকে বিআরডিবি সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন কে গ্রেফতার করে দুদক।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর