৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৮

চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি

মো. মোস্তফা কামাল, রায়পুর (লক্ষ্মীপুর):

চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি

লক্ষ্মীপুরের রায়পুরে চাকরি জাতীয়করণের দাবিতে উপজেলার সাব-রেজিষ্টার কার্যালয়ের অর্ধশতাধিক নকলনবিশ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছেন। বাংলাদেশ নকলনবিশ আ্যশোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে গত ৪ ডিসেম্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এদিকে নকলনবিশেরা টানা কর্মবিরতি পালন করায় সাব-রেজিষ্ট্রার কার্যালয়গুলোতে দলিলের নকল তোলাসহ প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে পারছেন না জমির ক্রেতা ও বিক্রেতারা। এতে তাদের চরম সমস্যা পোহাতে হচ্ছে।

রায়পুর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কয়েকজন নকলনবিশ বলেন, বেতন ভাতা না পাওয়ায় এ পেশার অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এটা সুষ্ঠু সুরাহার জন্য আমরা কর্মবিরতি পালন করছি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর