৯ ডিসেম্বর, ২০১৬ ২১:০৭

গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, আহত ১১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, আহত ১১

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (দক্ষিণ ধনুয়া) এলাকার কনফিডেন্স নীটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন ফায়ারম্যানসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ফায়ারম্যান জহিরুল ইসলাম (৩৫), আয়রন সুপারভাইজার তপু মিয়া (৩০), শ্রমিক সোহরাব হোসেন (৩৪), বাদল মিয়া (৩০), বকুল মিয়া (২৬), আবুল কালাম (৩০) ও আমিনুল ইসলাম (২৮) এবং অজ্ঞাত চারজন। 

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিহাদ জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দক্ষিণ ধনুয়া) এলাকার কনফিডেন্স নীটওয়্যার লিমিটেডের ফিনিশ্ড গুডসের গুদামে আগুনের সূত্রপাত হয়। তিন তলা ভবনের নিচতলার এ গুদামটিতে রপ্তানীর অপেক্ষায় উৎপাদিত পণ্য রাখা হয়েছিল। আগুন মূহুর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ডাম্পিংয়ের কাজ চলছে। পানি সরবরাহ অপ্রতুল থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে।

স্টেশন অফিসার আরো জানান, এ ঘটনায় একজন ফায়ারম্যান ও অজ্ঞাতসহ ১১জন শ্রমিক আগুন নেভাতে গিয়ে আহত হন। তাদেরকে নয়নপুর এলাকার তানিয়া হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

 বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর