৯ ডিসেম্বর, ২০১৬ ২১:৩২

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি:

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা সভাপতি মাস্টার শরাফত হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা শাহ্ মুহা. এনামুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডা. এইচ এম মমতাজুল করিম, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আব্দুল জলিল, সেক্রেটারী মুফতি মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী মহল, বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ। 

এসময় বক্তারা, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ১৮ মার্চ লংমার্চে সকলকে অংশ গ্রহণের আহবান জানান।


বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর