৯ ডিসেম্বর, ২০১৬ ২১:৪৮

পাবনায় মাটি চাপায় দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনায় মাটি চাপায় দুই শিশুর মৃত্যু

পাবনার সাথিয়ায় মাটির নীচে চাপা পরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে খেলার সময় রেল লাইনের মাটি কাটার গর্তে পরে এই ঘটনা ঘটে। নিহতরা হল, জেলার সাথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের শিবরামবাড়ি গ্রামের সন্তোস মন্ডলের ছেলে জাহিদ হাসান (৮) ও বগুড়া জেলার ইলিয়াস উদ্দিনের ছেলে লিয়ন (৮)। লিয়ন ওই এলাকার রঘুরামপুর গ্রামের নানা সদর আলীর বাড়িতে বসবাস করতেন। 

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ওই এলাকা দিয়ে ঈশ্বরদী-পাবনা হয়ে ঢালারচর রেল লাইনের কাজ চলছে। রেল লাইনের মাটি কাটার ফলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ওই এলাকার কলাগাছি গ্রামের শরিফ মৃধার জমির গর্তে স্থানীয় শিশুরা খেলা করার সময় মাটির চাপ ভেঙ্গে পরলে ৫/৬ জন শিশু মাটির নীচে পরে। এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে লোকজন এসে মাটি সরিয়ে কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও ২ শিশুকে মৃত উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের চাহিদার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাফনের অনুমতি প্রদান করা হবে বলেও জানান ওসি। 

এ বিষয়ে শিবরামবাড়ি এলাকার লোকজন জানান, রেল লাইনের মাটি কেটে পুরো এলাকাতেই গর্তের সৃষ্টি করেছে মাটি সরবরাহকারীরা। মূলত এ কারণেই এ ধরনের দুর্ঘটনা হল। আমরা জানি এই লাইনের জন্য বালি এনে ভরাট করার কথা থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অনেক খাস জায়গা থেকে এমনিতেই মাটি কেটে রেল লাইনে দিয়েছেন। ফলে এলাকায় ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি রেল লাইন কর্তৃপক্ষের নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন স্থানীয়রা। 


বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর