১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:২৬

কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি:

কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধ করে রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে দক্ষিণাঞ্চলের ১৮ জেলার যাত্রীদের।

জানা গেছে, ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজকে সরকারিকরণের দাবিতে গত চার দিন যাবত লাগাতার আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে আজ সকাল ১১টার দিকে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভূরঘাটা এসে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। 

এসময় শিক্ষার্থীরা কলেজ সরকারিকরণের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন। এতে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে তারা সরকারকে সর্তক করে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে অবরোধ তুলে নেন। দাবি মেনে না নেয়া হলে আগামীতে কঠোর কর্মসূচিসহ ঢাকা-বরিশাল মহাসড়ক অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। এসময় কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রের চেষ্টা করে।


বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর