১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৫

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপিত

আজ ১১ ডিসেম্বর, টাঙ্গাইল মুক্ত দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এই দিনে বিজয় উৎসবে মেতে উঠে টাঙ্গাইলবাসী। রবিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ ছানোয়ার হোসেন এমপি, খন্দকার আব্দুল বাতেন এমপিসহ অন্যান্যরা।

রবিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে উৎসবের উদ্বোধনী শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ১০ সহস্রাধিক মানুষ অংশ নেন। 

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে আয়োজিত ছয় দিন ব্যাপী বিজয় উৎসবের অংশ হিসেবে মুক্তমঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদশনীর ব্যবস্থা করা হয়েছে।

 
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর