শিরোনাম
১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫০

নেত্রকোনার নবান্ন উৎসব উপলক্ষে গারোদের ওয়ানগালা উৎসব

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার নবান্ন উৎসব উপলক্ষে গারোদের ওয়ানগালা উৎসব

নেত্রকোনার নবান্ন উৎসব উপলক্ষে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি'র আয়োজনে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বড়সভার মাঠে রবিবার দিনব্যাপী এই উৎসব হয়।

'নাংরিমগ্রিগাও বাংলাদেশ' (সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ) স্লোগানে এবারের উৎসব উদযাপন হয়।

বৃহত্তর ময়মনসিংহের গারো নারী-পুরুষের অংশগ্রহণের পাশাপাশি বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মিলন মেলায় পরিনত হয় এই উৎসব। সকালে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)।
 
জেলা প্রশাসক  মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্টির কালচারাল একাডেমি‘র পরিচালক শুভ্র চিরান। উৎসবে দেশের বিভিন্ন স্থানের গারো শিল্পীদলের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা হয়।

 

বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর