১১ ডিসেম্বর, ২০১৬ ১৭:০২

গরীবের চাল আত্মসাতে হাতিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

গরীবের চাল আত্মসাতে হাতিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেরাজ উদ্দিনকে চাল আত্মসাতের দায়ে আজ রবিবার দুপুরে জেলা শহর মাইজদি থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটকের পর তাকে সুধারাম মডেল থানায় রাখা হয়েছে। মেহেরাজ উদ্দিন ইউনিয়নের মৃত আবদুল মান্নানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান জানান, মেহেরাজ উদ্দিন হতদরিদ্র নারীদের ভিজিডি কার্ডের জনপ্রতি মাসে বরাদ্ধকৃত ৩০ কেজি করে ১১৯ জনের চাল এবং নদীতে ইলিশ মাছ আহরনের সময় জেলেদের জনপ্রতি মাসে ৪০ কেজি করে ৩৮৯ জনের চাল ভুয়া মাস্টার রোল তৈরি ও জাল টিপ সই দিয়ে আত্মসাৎ করে। আত্মসাৎকৃত মোট চালের পরিমাণ ৫০ মেট্রিকটন, যার বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

উল্লেখ্য, নিঝুম দ্বীপ ইউনিয়নের সচিব ছিদ্দিক আহম্মেদ জুয়েল চেয়ারম্যানের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে নজেহাল করেন মেহেরাজ উদ্দিন। এ ঘটনায় সচিব বাদি হয়ে চলতি বছরের ১৬ এপ্রিল হাতিয়া থানায় মামলা করেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর