১১ ডিসেম্বর, ২০১৬ ১৯:০৩

সাতক্ষীরায় বোমা বানাতে গিয়ে দুই 'ডাকাত' দগ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বোমা বানাতে গিয়ে দুই 'ডাকাত' দগ্ধ

সাতক্ষীরার কালিগঞ্জে দিন দুপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফজর আলি ও কালিকাপুর গ্রামের আবু ইসা। দু'জনেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
আশংকাজনক অবস্থায় তাদেরকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়েদুল হক জানান, রবিবার দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের রহিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের বাড়িতে বসে তারা বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে দুইজনই গুরুতর দগ্ধ হন। ইসার একটি হাতের কবজি উড়ে গেছে। অপরদিকে ফজর আলি দগ্ধ হয়ে অচেতন হয়ে পড়েছেন। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন সংরক্ষিত মহিলা আসনের মেম্বার খোদেজা খাতুনের বাবা ও উপজেলা তরুন লীগের আহবায়ক মো. শাহজালালের চাচা। বোমা বিস্ফোরণ ঘটনার পর পরই  তারা সবাই বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
 
ওসি আরও জানান, ফজর আলি ও আবু ইসা পুরনো আমলের ডাকাত। তারা এখনও বিভিন্ন স্থানে ডাকাতি করে। তাদেরকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর