শিরোনাম
১৬ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৪

সাংবাদিকদের সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি :

সাংবাদিকদের সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

নোয়াখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

সোমবার বেলা ১২টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নোয়াখালী জেলা ইউনিট আয়োজিত মত বিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নোয়াখালী জেলা ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ প্রফেসর এ.এইচ.এম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ড. মো.লোকমান ভূঁঞা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা ইউনিট সহ-সভাপতি মাহবুবুর রহমান, মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক এম.এম সাইফুল্যা প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে সরকারী করণের আওয়াতাভুক্ত কলেজের শিক্ষকবৃন্দকে শিক্ষা ক্যাডারে আত্তীকৃত করা যাবে না। এতে করে মেধাবীরা এই ক্যাডারে যোগদানে আগ্রহ হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। তাদের জন্য সম্পূর্ণ আলাদা বিধিমালা প্রণয়ন পুর্বক জাতীকরণ করার জোর দাবি জানান বক্তারা।  এর ব্যাতিক্রম হলে সরকারী কলেজের শিক্ষকবৃন্দ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনাসহ বিভিন্ন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর