১৬ জানুয়ারি, ২০১৭ ১৮:১৪

হিলি সীমান্তে ভারতীয় ওষুধসহ আটক ৩

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

হিলি সীমান্তে ভারতীয় ওষুধসহ আটক ৩

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ভারতীয় ৫৯টি প্রকারের ওষুধসহ তিনজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। তারা হলেন, ঢাকার ধামরাই থানার আমরাইল গ্রামের মৃত নায়েব আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ধীপুর গ্রামের সালাম শেখের ছেলে কাওছার শেখ (৩৫) ও মানিকগঞ্জ সদরের খোনা গ্রামের কালি দাসের ছেলে শংকর দাস (৩০)। আজ সকাল ১১টায় হিলি সিপি বিজিবি ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি।

তিনি জানান, উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এরা নিয়মিত ভাবে পাসপোর্টে ভারতে যাতায়াত করে। এইভাবে তারা ভারত থেকে অবৈধভাবে ওষুধসহ বিভিন্ন মালামাল পাচার করত।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, এব্যাপারে বিজিবি বাদী হয়ে থানায় মামলা করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর