১৬ জানুয়ারি, ২০১৭ ২০:০৬

ভৈরবে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমান

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ:

ভৈরবে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমান

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হেলাল মো. আফজাল জানান, ব্যবসায়ী ইবাদুল্লাহর পাঁচটি ভূষি ও দুটি বরফকল এবং পৌর কাউন্সিলর মিন্টু মিয়ার একটি ডক ইয়ার্ড ও ভূষির মিল, একটি সিএনজি পাম্প ও একটি তিনতলা বাসায় দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. রুবিনা আক্তারের নেতৃত্বে এ অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২কোটি ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর