১৭ জানুয়ারি, ২০১৭ ১২:৫৪

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর-গুরুদাসপুর সড়কের মৌখাড়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ফল বোঝাই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী ও ভ্যানচালক সাহাদৎ হোসেন (১৪) মারা যান। 

নিহত সাহাদৎ গুরুদাসপুর উপজেলার কলাকান্তনগর গ্রামের শাহিনুর রহমানের ছেলে। 

সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরত এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস এসবি সুপার ডিলাক্স (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৪৯) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৯৪০)-এর মুখোমুখি সংঘর্ষ হয়। 
দুর্ঘটনায় বাসটি পাশের খাদে পড়ে যায়। বাস ও ট্রাকের ড্রাইভারসহ অন্তত আহত ২০ যাত্রীকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় জোনাইল-চাটমোহর সড়কের জোনাইল বাজার ব্রীজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক স্কুলছাত্রী শারমিন জিনিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। দিঘইর গ্রামের হাসমত আলীর মেয়ে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জিনিয়া শারমিন ঘটনাস্থলেই মারা যায়। 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর