১৭ জানুয়ারি, ২০১৭ ১৬:৩১

'নারী নেতৃত্ব বাড়লেও নির্যাতনের হার কমেনি'

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

'নারী নেতৃত্ব বাড়লেও নির্যাতনের হার কমেনি'

সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী মুক্তিযোদ্ধা সুলতানা কামাল বলেছেন, এখন সময় এসেছে কথা বলার। একথা স্বীকার করতে হবে নারী নেতৃত্ব বেড়েছে কিন্তু সেই তুলনায় নারী নির্যাতনের হার কমেনি, সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবেই, কিন্তু বৈষম্যতা কমিয়ে আনতে হবে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে সংখ্যালঘুদের অবস্থা ও অবস্থান শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মানবাধিকার নাট্য পরিষদ মানাপ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন সাম্য রহমান, ত্রিভুতি ভট্রাচার্য্য, মানবাধিকার নাট্য পরিষদ মানাপ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর