১৭ জানুয়ারি, ২০১৭ ১৮:২৮

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চাল ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৮) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ বিকাল চারটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছাইমুদ্দিনের ছেলে সাইফুল (৫০) ও  আব্দুল হাই (৪০), একই গ্রামের বাহের আলীর ছেলে সুলতান (৩৬), ছাইদুল ইসলামের ছেলে জামিল (৩০), সুজাব আলীর ছেলে মকিম (৪০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।

মামলার নথি থেকে জানা যায়, আসামিদের সাথে রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ ছিল। এর এক পর্যায়ে ২০০৭ সালের ২১ অক্টোবর রাতে মোটর সাইকেলযোগে শিয়ালকোল বাজার থোকে বাড়ী ফেরার পথে জোড়া ব্রীজের পাশে আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২২ অক্টোবর  নিহতের বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারী ৬জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এ্যাড. সিরাজুল ইসলাম ও আসামিপক্ষে এ্যাড. বিমল কুমার দাস, এ্যাড. সানোয়ার মামলাটি পরিচালনা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর