১৭ জানুয়ারি, ২০১৭ ১৮:৫০

সুনামগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামে জলমহালের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

নিহতরা হলেন- দিরাই উপজেলার জারুলিয়া গ্রামের শান উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৩৫), আকিলনগর গ্রামের ইছাক মিয়ার ছেলে শাহারুল (২২) ও একই এলাকার আমানুল্লাহর ছেলে উজ্জ্বল (৩০)।

স্থানীয়রা জানান, জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মাসুদ মিয়া ও একই এলাকার একরার চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তাজুল, শাহারুল ও উজ্জ্বল গুরুতর আহত হন। তাদের মধ্যে তাজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে বিকাল সাড়ে ৪টার তারা দু’জনও মারা যান।


বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর