১৭ জানুয়ারি, ২০১৭ ২২:৩২

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজলোর শিয়ালকোলে চাউল কলের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই নারীসহ তিন শ্রমিক ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একজন, দুপুর ২টায় একজন ও বিকেল চারটায় অপরজন মারা যান। 

নিহতরা হলেন, শিয়ালকোল গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছবের আলী (৫০), তার স্ত্রী জাহানারা খাতুন (৪৫) ও মৃত সাইদের স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)। এর আগে গত বুধবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদাররে চাতালে এ দুর্ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ জানান, ১১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় চাতালে কাজ করছিলেন ৪/৫ জন শ্রমকি। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রাতেই তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করে। সেখানে ৫ দিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার পৃথক সময়ে তারা মারা যান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে চাতাল মালিক শামীম তালুকদার জানান, নিহতদের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর