১৮ জানুয়ারি, ২০১৭ ১৫:০৮
ছাত্রলীগ নেতা হত্যার চেষ্টা মামলা

লক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ১০ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ১০ জনের কারাদণ্ড

রায় ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা হত্যার চেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পিসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

 
বুধবার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন। এর মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির (পালসার বাপ্পি) ও যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পিকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া ছাত্রলীগ নেতা জুয়েল, সজিব ও মিরাজকে ১ বছর ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, তৃনমুল লীগ নেতা ওমর আল ফারুক মানিক, রকি, ও রুপমকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে ছাত্রলীগ নেতা ইমন ও মাসুদকে অব্যাহতি দেয়া হয়। 

এদিকে ১ মাসের কারাদণ্ড প্রাপ্ত ছাত্রলীগ সভাপতি সোহেলসহ অপর ৩ জনের আপীল আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন মঞ্জুর করে একই আদালত। এ মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসময় ছাত্রলীগ নেতা কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আদালত চত্তরে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক যখম করা হয়। এঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর  আহতের বাবা অ্যাডভোকেট মো বদরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর