১৮ জানুয়ারি, ২০১৭ ২১:৩৬

রৌমারীতে ইভটিজিংয়ের দায়ে বখাটেকে অর্ধ লাখ জরিমানা

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী(কুড়িগ্রাম)

রৌমারীতে ইভটিজিংয়ের দায়ে বখাটেকে অর্ধ লাখ জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে কলেজছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আনোয়ার হোসেন (২৫) নামের এক বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের করাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার এ জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত বখাটে একই উপজেলার পুড়ারচর গ্রামের মৃত্যু লাল চান মিয়ার পুত্র।

ওই কলেজছাত্রীর পিতা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হোসেন নামের ওই বখাটে আমার মেয়েকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এমনকি প্রেমে বাধ্য করতে বিভিন্ন সময়ে হুমকি দিত।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, উপজেলার বাউসমারী গ্রামের সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বখাটে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। এদিন তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ওই রায় প্রদান করেন।

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর