১৯ জানুয়ারি, ২০১৭ ১৪:৫২

পঞ্চগড়ে আখ ক্ষেতে আগুন!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আখ ক্ষেতে আগুন!

পঞ্চগড়ের মিড়গড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে আখ খেত পুড়ে ছাই হয়েছে। প্রায় দুই একরের ওই আখ ক্ষেতটি জেলা পরিষদ প্রশাসক আমানুল্লাহ বাচ্চুর। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাগানের মালিক দাবি করেছেন, আগুনে তার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে আখ ক্ষেতের মাঝখানে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে অনেকেই এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে পুরো আখ খেতে আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। 

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। জেলা পরিষদ প্রশাসকের ভাই আলহাজ কাচ্চু জানান, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে দুই একর জমিতে লাগানো আখ পুড়ে ছাই হয়েছে। 

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিলদার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 


বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর