১৯ জানুয়ারি, ২০১৭ ১৬:০৭

ঠাকুরগাঁও রোড এলাকা জুড়ে চিনিকলের ছাই, এলাকাবাসীর ভোগান্তি

মো. আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও রোড এলাকা জুড়ে চিনিকলের ছাই, এলাকাবাসীর ভোগান্তি

ঠাকুরগাঁও চিনিকলের চিমনি পথে বের হওয়া ছাইয়ে রোড এলাকার প্রায় ৫ কিলোমিটার জুড়ে পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। প্রতি মৌসুমে আখ মাড়াই শুরু হওয়ার সাথে সাথেই এলাকার মানুষ এই ছাই নিয়ে চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, প্রতি মৌসুমে আখ মাড়াই শুরু হওয়ার পর শুরু হয় চিমনি পথে ছাই নির্গত হওয়া। প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকার মানুষের বাড়িঘরের সর্বত্র ছাইয়ের স্তর জমে যায়। বাগানের বা বাড়ির ফলদ গাছের ডগায় ছাইয়ের স্তর জমে থাকায় আম, লিচুর মুকুল আসতে বিলম্ব ঘটে। এছাড়াও বাড়ি, ঘর সব ছাই দিয়ে নোংরা হয়ে থাকে। চিনি কলের ছাই মানুষের চোখে পড়ে বিড়ম্বনার সৃষ্টি করে। ছাই মানুষের চোখে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। এত বড় সমস্যা জানা সত্ত্বেও চিনিকল কর্তৃপক্ষ বছরের পর বছর থেকেছেন নির্বিকার।

ঠাকুরগাঁও রোড এলাকার গৃহবধূ আসমা আক্তার বলেন, কাপড় ধুয়ে রোদে দেয়া যায় না, ছাই পড়ে কালো হয়ে যায় এবং রান্না করা ভাত-তরকারি নষ্ট হয়ে যায়।

অপর একজন গৃহবধূ বলেন, যে কয়েক মাস চিনিকল চালু থাকে, ততদিন ঘরের জানালা খুলতে পারি না। জানালা খুলে রাখলেই বিছানায় ছাই পড়ে কালো হয়ে যায়।

এব্যাপারে ঠাকুরগাঁও চিনিকলের প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, ঠিক কবে থেকে চিমনির ঢাকনা নেই, তা আমার জানা নেই। তিনি আরো বলেন, চিনিকলের বয়লারটি পুরনো হওয়ায় অতিরিক্ত ছাই নির্গত হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর