১৯ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৮

বাকেরগঞ্জে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

রাহাত খান, বরিশাল:

বাকেরগঞ্জে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খয়রাবাদ নদীর বাহাদুর মৌজা পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ সকালে নদী তীরের বাহাদুর গ্রামে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কয়েক শ’ নারী-পুরুষ-শিশু মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব নূরুল ইসলাম মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মাতুব্বর, রন সরদার, রফিকুল ইসলাম মাতুব্বর, শান্তি রঞ্জন, লতিফ হাওলাদার, আব্দুর রাজ্জাক, দিপালী রানী, বিপুল রানী মিস্ত্রি, রেনু সরদার, নিপা বেগম, আলেয়া বেগম, রোজিনা বেগম ও নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, একটি মহল প্রতি বছর খয়রাবাদ নদীর খয়রাবাদ মৌজা থেকে বালু উত্তোলনের ইজারা নিয়ে সেখান থেকে বালু উত্তোলন না করে ড্রেজার দিয়ে খয়রাবাদ নদীর বাহাদুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাহাদুর গ্রামে শত শত একর ফসলী জমি এবং বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে। এখনো নদী ভাঙনের কবলে রয়েছে এলাকার শত শত বাড়ি, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ-মন্দির। এলাকাবাসী অবিলম্বে ওই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর