১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৫৯

তেঁতুলিয়া সীমান্তে অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া সীমান্তে অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্তে একটি অবিস্ফোরিত সাউন্ড (ংঃঁহ মৎববহবফ)  গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাড়িয়ালজোত এলাকার কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলারের ২৫ নং সাব পিলারের পাশে বাংলাদেশী ভূখন্ড থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

এই ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, সকালে কয়েকজন বাংলাদেশী লোকজন ওই এলাকায় ঘোরাঘুরির সময় গ্রেনেডটি পেয়ে হাতে নেয়। এ সময় বিজিবি’র টহল দল ওই এলাকায় গেলে তারা গ্রেনেডটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেটি উদ্ধার করে।

তিনি বলেন, আমরা ধারণা করছি হয়তো কখনও ভারতীয় বিএসএফ ওই এলাকায় গ্রেনেডটি থ্রো (নিক্ষেপ) করেছিল কিন্তু সেটি কোন কারণে বিস্ফোরিত না হয়ে পড়ে ছিল। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে তেঁতুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের ও ভারতীয় বিএসএফ কে একটি প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর