২০ জানুয়ারি, ২০১৭ ১৫:১৩

গাইবান্ধায় জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীসহ গ্রেফতার ৫২

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীসহ গ্রেফতার ৫২

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সুন্দরগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, পুলিশের বিশেষ অভিযানে জেলায় মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের ৩৬ ও বিএনপির ২ নেতাকর্মী রয়েছেন। বাকী ১৪ জন গ্রেফতারী পরোয়ানা ও মাদক মামলার আসামি। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছে। এ দুজনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। 

ওসি আরও জানান, গ্রেফতার জামায়াত-বিএনপির নেতাকর্মীদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে। 

 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর