২১ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৭

প্রচন্ড শীতে কাঁপছে রায়পুরবাসী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

প্রচন্ড শীতে কাঁপছে রায়পুরবাসী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শীতে কাঁপছে শিশু বৃদ্ধসহ সর্বস্তরের জনগণ। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। কমে গেছে রৌদ্রের প্রখরতা। ফলে গ্রামের লোকজন ঠান্ডাবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। 

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে এবং কর্মস্থলে যেতে না পেরে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দরিদ্র জনগোষ্ঠী। তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠান্ডার প্রভাবে বেড়েছে ডায়রিয়া, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগ। 

প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়ার রোগী। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন গড়ে দুই’শ থেকে আড়াইশ রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। গ্রামের লোকজন গাছের ডালপালা, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ের শীত নিবারনের চেষ্টা করছেন। এদিকে শীতার্তদের মাঝে কিছু কিছু সংগঠন শীতবস্ত্র বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য। 

উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার জাহান শায়লা বলেন, ডাক্তার সংকট থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও সাধ্যমত চিকিৎসা সেবার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

  

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর