২১ জানুয়ারি, ২০১৭ ১৬:৪০

টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার রাতে সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ হ্নীলা বিওপির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

বিজিবি দলটি মিয়ানমার থেকে হ্নীলা বরাবর নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কয়েকজন লোক ১নং স্লুইচ গেইট সংলগ্ন নাফনদীর কিনারায় টহলদলের সম্মুখে আসলে তাদেরকে চালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই পাচারকরীরা অন্ধকারের মধ্যে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় টহলদল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে পাচারকারীদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী বাগানের ভেতর পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর