২১ জানুয়ারি, ২০১৭ ১৭:১২

বগুড়ায় ধানবোঝাই ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ধানবোঝাই ট্রাক ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে চালক ও হেলপারকে হাত-পা বেঁধে ৩১০ বস্তা ধানসহ ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার ঢাকইর এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে ধানসহ ট্রাক ছিনতাই করে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই ট্রাকের চালক-হেলপারকে আটক করেছে।

জানা যায়, নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রাম থেকে ৩১০ বস্তা ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। শুক্রবার রাতে ট্রাকটি উপজেলার ঢাকইর এলাকায় পৌঁছিলে দুর্বৃত্তরা চালক ও হেলপারের হাত পা বেঁধে ফেলে দেয়। পরে ট্রাকটি ধানসহ ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ট্রাকের চালক হাবিবুর রহমান হাবিব ও হেলপার আক্কাস আলীকে আটক করেছে।

বগুড়ার নন্দীগ্রামের থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ৩১০ বস্তা ধাননহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তাদেরকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর