২২ জানুয়ারি, ২০১৭ ১৪:২২

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি চলন্ত যাত্রবাহি বাসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১১ টায় নির্যাতিতার মা ঠাকুরগাঁও শহরের ওই বাস কাউন্টারে এসে এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী শনিবার রাত সাড়ে ৮টায় ওই বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইচ মেয়েটিকে মানসিক ও শারিরিকভাবে নির্যাতন করে। 

পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছালে ড্রাইভার ও সুপারভাইজার প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করলে মেয়েটি কৌশলে তার আত্মীয় স্বজনদের ফোন করলে তারা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হানিফ কাউন্টারে এসে মেয়েটির মায়ের জবানবন্দি নিয়ে আইগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এএসআই সাইফুল ইসলাম জানান, আমরা নির্যাতিতার মায়ের কাছে সব শুনেছি। সার্বিক বিষয়ে আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, তারা ব্যবস্থা নিবেন।  

 

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর