২২ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৯

বাগেরহাট আদালতে চুরি

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

বাগেরহাট আদালতে চুরি

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার কক্ষে চুরির ঘটনা ঘটেছে। দরজা খুলে রুমে প্রবেশ করে চোররা আলমারির তালা ভেঙে দুই লাক্ষাধিক টাকা নিয়ে গেছে।

রবিবার সকালে অফিসে এসে রুমের তালা খোলা ও আলমারির দরজা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় সেরেস্তাদার।

মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ রকিবুল ইসলাম বলেন, রবিবার সকালে অফিসে এসে আমাদের রুমের দরজা খোলা দেখি। পরে রুমে ঢুকে আলমারির দরজা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও অন্য সহকর্মীদের খবর দেই। আলমারির ড্রয়ারে রাখা পারিবারিক আদালতের মামলার দুই লক্ষাধিক টাকা রাখা ছিলো। ওই টাকা পাওয়া যাচ্ছে না। তবে মামলার অন্য কোন নথি বা আদালতের কোন কাগজপত্র খোয়া গেছে কি না তাৎক্ষণিক তা জানাতে পারেননি তিনি।

ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালের স্টোনগ্রাফার মো. খলিলুর রহমান বলেন, প্রায় চার মাস আগে অফিসে আমাদের রুমেরও একবার চুরির ঘটনা ঘটে। সে সময় আমার আলমারিতে থাকা ব্যক্তিগত বেশ কিছু টাকা চুরি হয়ে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোর্টের তৃতীয় তলার মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার রুমে ওই চুরির ঘটনায় প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা খোয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর