২২ জানুয়ারি, ২০১৭ ১৫:১৪

সাতক্ষীরায় জুয়েলারিতে স্বর্ণালংকার চুরির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জুয়েলারিতে স্বর্ণালংকার চুরির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা শহরের দুটি জুয়েলারিতে স্বর্ণালংকার চুরির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জুয়েলারি মালিক সমিতি। এ সময় তারা চুরির সাথে জড়িতদের গ্রেফতার এবং চুরি যাওয়াস্বর্ণালংকার উদ্ধারেরও দাবি জানিয়েছেন। রবিবার সকালে সাতক্ষীরা জুয়েলারি পট্টিতে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, গত ১৩ জানুয়ারি রাতে শহরের রাধানগর তুফান কোম্পানি মোড়ে নিউ আধুনিক জুয়েলার্স ও অদ্রি জুয়েলার্সে চুরি সংঘটিত হয়। চোরচক্র কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে যেয়ে দেওয়াল কেটে সিন্ধুক ভেঙ্গে ৩২২ তোলা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নৈশ প্রহরী অলি, বকচরা গ্রামের নবাব ও অদ্রি জুয়েলারির  মালিক গোপী শংকরকে গ্রেফতার করেছে। তারা গোপীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
 
জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিত্যানন্দ আমিন, মো. কামরুজ্জামান বুলু, রায় দুলাল চন্দ্র ও গৌর চন্দ্র রায়।


বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর