২২ জানুয়ারি, ২০১৭ ১৬:১২

'বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার'

অনলাইন ডেস্ক

'বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার'

ফাইল ছবি

এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক যুগে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিদ্যুৎ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাতপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এর আওতায় ৬ কিলোমিটারেরও অধিক এলাকার ৩.২১ গৃকস্থালী, ৩ বাণিজ্য, ২ কুঠির শিল্প ও ১টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

মোশাররফ বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণকালে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার মেগাওয়ার্ট। বর্তমানে এই উৎপাদন ১৩ হাজার মেগাওয়ার্টে পৌঁছেছে। দেশীয় উৎস ও আমদানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। এছাড়া আরও বিদ্যুৎ উৎপাদনে কার্যক্রম চলছে।

তিনি বলেন, উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগকে সমর্থন করা প্রয়োজন।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ওমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রামশঙ্কর রায় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর